বৈসু, সাংগ্রাই, বিঝু উপলক্ষে মাটিরাঙ্গার তবলছড়ি এলাকাবাসীর বর্ণাঢ্য র্যালি
বৈসু, সাংগ্রাই, বিঝু ও বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকাবাসীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১২ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় “আসুন, উৎসবে একাত্ম হই, ঐতিহ্যের শক্তিতে বলীয়ান হয়ে স্ব স্ব জাতিসত্তার পরিচিতি তুলে ধরি” এই শ্লোগানে এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে এলাকার নারী-পুরুষ গান বাজিয়ে উৎসমুখর হয়ে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী নারীরা পরিধান করেন তাদের ঐতিহ্যবাহী পোশাক।
র্যালিটি বড় পাড়া থেকে শুরু হয়ে তবলছড়ি গ্রীন কলেজ মাঠে প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।